
প্রতীকী ছবি
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আবদুর রশিদ (৪৫) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। কক্সবাজারের মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রশিদ কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর নলবিলার বাসিন্দা ও মৃত লাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অমিতাব হাসানের সঙ্গে নিহত রশিদের দীর্ঘদিন ধরে এক খণ্ড জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অমিতাব ও তার সঙ্গীরা আবদুর রশিদের ওপর অতর্কিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হামলাকারীরা রশিদকে রড, লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। রশিদ মাটিতে লুটিয়ে পড়লে তারা মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় জনগণ অভিযুক্তদের একজন কামরুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।