
ছবি: আপন দেশ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান সোলায়মান আলীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেরুবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা।
আরওপড়ুন<<>>দাঙ্গা দমনে মাদারীপুরের রাজৈরে ১৪৪ ধারা জারি
গ্রেফতার সোলায়মান আলী বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওসি রেজাউল করিম রেজা বলেন, গত ৪ আগস্ট নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান সোলায়মান আলীর নামে মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করে আজ দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।