Apan Desh | আপন দেশ

বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে বাংলা নববর্ষ উদযাপন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৯, ১৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:২৯, ১৪ এপ্রিল ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে বাংলা নববর্ষ উদযাপন

ছবি: আপন দেশ

বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকালে জনসেবা চত্বরে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের কর্মসূচি শুরু হয়।

এরপর আনন্দ শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পুনরায় জনসেবা চত্বরে এসে শেষ হয়। এ সময় বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

আরওপড়ুন<<>>বরিশালে বসতঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ পরিচালক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।

এছাড়া সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতারাসহ জেলার সর্বস্তরের নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

বৈশাখী মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, সাপ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়