Apan Desh | আপন দেশ

নববর্ষের ছুটির দিনেও বিদ্যালয়ে চলছে পাঠদান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৪, ১৪ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:০৭, ১৪ এপ্রিল ২০২৫

নববর্ষের ছুটির দিনেও বিদ্যালয়ে চলছে পাঠদান

সোনারগাঁয়ে নেকবর আলী মুন্সি পাইলট উচ্চ বিদ্যালয়ে চলছে পাঠদান

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পহেলা বৈশাখের দিনেও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নেকবর আলী মুন্সি (এনএএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে চলছে পাঠদান।

সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারের বিভিন্ন দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করলেও সকাল থেকে এ বিদ্যালয়ে চালু রয়েছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম।

সরজমিনে দেখা যায়, সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বৈদ্যেরবাজার নেকবর আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুল ড্রেস পরিহিত অবস্থায় বিভিন্ন শ্রেণিকক্ষে চলছে পাঠদান কার্যক্রম। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হাতে বেত নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে ঘুরে বেড়াচ্ছেন।

দশম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা ইসলাম জানান, শিক্ষকরা আমাদের স্কুলে আসতে বললে তো আসতেই হবে। ক্লাস করানো হবে বলে আমাদের বই-খাতা নিয়ে আসার নির্দেশনা দেয়া হয়েছে। আগামী বছর আমাদের এসএসসি পরীক্ষা। সেজন্য ক্লাস করানো হবে বলে জানিয়েছেন।

আরওপড়ুন<<>>কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ২

শিক্ষক বশির উদ্দিন জানান, বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষকের নির্দেশনায় শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে। এখানে আমরা চাকরি করি, তাই তাদের নির্দেশনা পালন করতে হবে।

ক্লাস চলাকালীন সময় অপর এক শিক্ষক জানান, এবার বই দিতে অনেক বিলম্ব হয়েছে। সেজন্য শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে রয়েছে। এজন্য আজকে ক্লাস করানোর নিয়ম না থাকলেও শিক্ষার্থীদের এনে ক্লাস করানো হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন, যেহেতু বিদ্যালয়টি বর্তমানে এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র, তাই বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। শিক্ষার্থীরা যেন পাঠদানে পিছিয়ে না পড়ে সেজন্য তাদের বন্ধের দিনেও ক্লাস করানো হচ্ছে। এতে তো অপরাধের কিছু নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। এমন একটি দিনে ক্লাস করানো ঠিক হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়