Apan Desh | আপন দেশ

ভোমরা সীমান্তে ডায়মন্ডের ৯০টি নাকফুল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৯, ১৫ এপ্রিল ২০২৫

ভোমরা সীমান্তে ডায়মন্ডের ৯০টি নাকফুল জব্দ

ছবি: আপন দেশ

ভারত থেকে বাংলাদেশে পাচারকালে সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা সীমান্তের শ্রীরামপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ডায়মন্ডের ৯০টি নাকফুল জব্দ করে বিজিবি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার ভোমরা সীমান্তের শ্রীরামপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ডায়মন্ডের ৯০টি নাকফুল জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাতক্ষীরা সদর থানাধীন শ্রীরামপুর ব্রীজ এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে হীরার অলংকারের একটি বড় চালান আসবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির নায়েব সুবেদার আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস দল সেখানে অভিযান চালায়।

আরওপড়ুন<<>>বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে, নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

এ সময় একজন চোরাচালানী বিজিবির উপস্থিতি টের পেয়ে সেখানে একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটটি তল্লাশি চালিয়ে ৯০টি ডায়মন্ডের নাকফুল জব্দ করে বিজিবি। যার বর্তমান বাজার মূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল জানান, অভিযানে জব্দকৃদ ৯০টি হীরার নাকফুলের সর্বমোট মূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা। জব্দকৃত হীরার নাকফুলগুলো যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নোয়াখালীতে বালুভর্তি ট্রাকের ধাক্কায় নিহত ২ আফগানিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়াল ৫১ হাজার চলন্ত ট্রেনে আগুন: আতঙ্কে দম্পতির লাফে শিশুর মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ, গুরুত্ব পাবে নির্বাচন নেত্রকোণায় হাওড়াঞ্চলে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু সাবেকমন্ত্রী তাজুলের স্ত্রীর ফ্ল্যাট, ৩০৪ একর জমি ক্রোকের আদেশ একাত্তর টিভি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চব্বিশের পটপরিবর্তনে ভারত-বিএনপি সম্পর্কের নতুন মোড় দেশের যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা জামালপুর জনস্বাস্থ্যে দুর্নীতির কিংপিন সুলতান, আমিনুল, হোয়াইট বাবু অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই