Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে আগুন পুড়ল ৯ দোকান, রহস্যজনক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৮, ১৫ এপ্রিল ২০২৫

নোয়াখালীতে আগুন পুড়ল ৯ দোকান, রহস্যজনক

ছবি: আপন দেশ

নোয়াখালী সদরের একটি মার্কেটে আগুনে পুড়ে নয়টি দোকান ছাই হয়েছে। আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ব্যবসায়ীদের অভিযোগ গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে মার্কেটে আগুন লাগানো হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) রাত দেড়টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পশ্চিম নরোত্তম পুর গ্রামের আমিন মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ভস্মীভূত দোকান গুলো হলো- আলমগীর কবির ফার্মেসী, আল্লাহর দান ভ্যারাইটিজ স্টোর, প্রাইম ফ্যাশন টেইলার্স, ইউসুফ ডেকোরেশন, রিসিকা হেয়ার কাটিং, নুরুজ্জামান স্টোর গোডাউন, তাকওয়া এন্টারপ্রাইজ, মোল্লা চা স্টোর ও সালমান সোবহান ভ্যারাইটিজ।  

মার্কেটের মালিক ও ব্যবসায়ী আলমগীর কবির বলেন, রাত সোয়া ১টার দিকে জানতে পারি মার্কেটে আগুন লাগছে। তাৎক্ষণিক এসে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করি। ওনারা আসার মাত্র আধাঘন্টার ব্যবধানে মার্কেটের সবগুলো দোকান পুড়ে ছাই হয়ে যায়।

কবির বলেন, আমরা এখানকার খেটে খাওয়া মানুষ। আমাদের ঘুরে দাঁড়াবার শক্তি নেই, যোগান নেই। ষড়যন্ত্র করে একযোগে মার্কেটের সব ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। এতে আমাদের প্রায় ১ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগানোর কিছু আলামত আমরা পুলিশের নিকট হস্তান্তর করেছি। আশা করছি পুলিশ তদন্ত করে দোষীদের শনাক্ত করবে।

স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন রুবেল বলেন, উদ্দেশ্য প্রনোদিতভাবে এ আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একযোগে সব দোকানে আগুন জ্বলার দৃশ্যই বলে দেয় এটি পরিকল্পিত। প্রশাসনকে অনুরোধ করবো যাতে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হয়।

সদর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মনছুর বয়াতি বলেন, আগুন লাগার কারণ তদন্ত শেষে বলা যাবে। এতে আনুমানিক ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নোয়াখালীতে বালুভর্তি ট্রাকের ধাক্কায় নিহত ২ আফগানিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়াল ৫১ হাজার চলন্ত ট্রেনে আগুন: আতঙ্কে দম্পতির লাফে শিশুর মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ, গুরুত্ব পাবে নির্বাচন নেত্রকোণায় হাওড়াঞ্চলে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু সাবেকমন্ত্রী তাজুলের স্ত্রীর ফ্ল্যাট, ৩০৪ একর জমি ক্রোকের আদেশ একাত্তর টিভি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চব্বিশের পটপরিবর্তনে ভারত-বিএনপি সম্পর্কের নতুন মোড় দেশের যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা জামালপুর জনস্বাস্থ্যে দুর্নীতির কিংপিন সুলতান, আমিনুল, হোয়াইট বাবু অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই