
প্রতীকী ছবি
নেত্রকোণার হাওড়াঞ্চলের খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে আরও একজন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রসুলপুর, কৃষ্ণপুর ও হায়াতপুর গ্রামে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার রসুলপুর গ্রামের সম্বর মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩২), কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবীর মিয়া (৪৫) ও হায়াতপুর গ্রামের রাখাল সরকার (৬৬)। এছাড়া এ ঘটনায় একই গ্রামের রানু মিয়া (৪৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সবাই পেশায় কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশে মেঘ দেখে বিকেলে বাড়ির সামনে শুকাতে দেয়া খড় জমা করছিলেন নিজাম উদ্দিন। এ সময় হঠাৎ বজ্রপাত এসে পড়ে তার শরীরে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। এ ঘটনায় পাশে থাকা রানু মিয়া গুরুতর আহত হন। পরে রানু মিয়াকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরওপড়ুন<<>>কৃষক লীগ সভাপতি চাঁন মিয়া গ্রেফতার
একই উপজেলার ছায়ার হাওরে বজ্রপাতের ঘটনায় কবীর মিয়া নামে একব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হলে পথেই তিনি মারা যান। এছাড়া বিকেলে হায়াতপুরে বজ্রপাতে মারা যান রাখাল সরকার নামে আরেক কৃষক। তিনি বাড়ির সামনের হাওর থেকে গরু আনার জন্য গিয়েছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।
খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।