
ছবি: আপন দেশ
গাইবান্ধা-২ আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে জেলার পুলিশ লাইনের পার্শ্ববর্তী ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত মার্চ থেকে দিনাজপুরে নিজ ভগ্নিপতির বাড়িতে আত্মগোপনে ছিলেন সাবেক এ এমপি। আটকের পর তাকে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) তাকে গাইবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সারোয়ার কবিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আরওপড়ুন<<>>নেত্রকোণায় হাওড়াঞ্চলে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু
দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, আত্মগোপনে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঈদগাঁ বস্তি এলাকার তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সাবেক এ এমপি তার বোন প্রফেসর আফরোজা পারভিন কবীরের বাসায় আত্মগোপনে ছিলেন।
সারোয়ার কবীর গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান ও সবশেষ গাইবান্ধা সদর আসনের স্বতন্ত্র এমপি ছিলেন। সারোয়ার কবীর দুইটি মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানান পুলিশ সুপার।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।