Apan Desh | আপন দেশ

চলন্ত ট্রেনে আগুন: আতঙ্কে দম্পতির লাফে শিশুর মৃত্যু 

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ০৮:৪৪, ১৬ এপ্রিল ২০২৫

চলন্ত ট্রেনে আগুন: আতঙ্কে দম্পতির লাফে শিশুর মৃত্যু 

ছবি: আপন দেশ

কক্সবাজারগামী ট্রেন প্রবাল এক্সপ্রেসে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে এক দম্পতি তাদের ছেলেশিশুসহ ট্রেন থেকে লাফ দেন। এ ঘটনায় মো. হামদান নামের ৮ মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ট্রেনটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের রশিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুর বাবা আবদুর রাজ্জাক (২৬) এবং মা লিজা আক্তার (২০)। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজারগামী ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনটি সাতকানিয়া স্টেশন ছাড়ার পর লোহাগাড়ার রশিদারপাড়া এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের একটি বগিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই বগিটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরওপড়ুন<<>>সাবেক এমপি সারোয়ার দিনাজপুরে গ্রেফতার

এ সময় কক্সবাজার জেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক (২৫) তার স্ত্রী লিজা আক্তার (২০) এবং তাদের শিশুপুত্র হামদানকে নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেন। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিমুল দত্ত জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

লোহাগাড়া স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, বগিতে আগুন লাগার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে নিভিয়ে ফেলা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

লোহাগাড়া থানার এসআই  জাহেদ হোসেন জানান, আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে ভোটের আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি ৬ দফা দাবিতে তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ৫ দিনের রিমান্ডে সাবেক এমপি নবী নেওয়াজ নোয়াখালীতে বালুভর্তি ট্রাকের ধাক্কায় নিহত ২ আফগানিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়াল ৫১ হাজার চলন্ত ট্রেনে আগুন: আতঙ্কে দম্পতির লাফে শিশুর মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ, গুরুত্ব পাবে নির্বাচন নেত্রকোণায় হাওড়াঞ্চলে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু সাবেকমন্ত্রী তাজুলের স্ত্রীর ফ্ল্যাট, ৩০৪ একর জমি ক্রোকের আদেশ একাত্তর টিভি ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চব্বিশের পটপরিবর্তনে ভারত-বিএনপি সম্পর্কের নতুন মোড় দেশের যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা জামালপুর জনস্বাস্থ্যে দুর্নীতির কিংপিন সুলতান, আমিনুল, হোয়াইট বাবু অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই