
ছবি: আপন দেশ
পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ওই চিত্রশিল্পীর বাড়ির একটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান, পয়েলা বৈশাখ উপলক্ষে ঢাকায় চারুকলার আয়োজনে একটি শোভাযাত্রার জন্য বাঘের মোটিফ তৈরি করেছিলেন। তবে স্থানীয়ভাবে গুজব রটে যে, এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি ছিল। যার জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
আরওপড়ুন<<>>নোয়াখালীতে বালুভর্তি ট্রাকের ধাক্কায় ২ জনের প্রাণহানি
তিনি আরও বলেন, আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করিনি। শুধুমাত্র শিল্পের প্রয়োজনে বাঘের মোটিফ বানিয়েছিলাম। এখন আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের অনুরোধ জানাচ্ছি।
ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং শিল্পীর নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।