Apan Desh | আপন দেশ

আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলে দেশে ফিরলেন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৯, ১৬ এপ্রিল ২০২৫

আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলে দেশে ফিরলেন

ফাইল ছবি

আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গাসহ ৫৫ জেলেকে ফেরত আনল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজারে টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে তাদের আরাকান আর্মি আটক করে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়। ফেরত আসা জেলেদের মধ্যে ১৩ জন বাংলাদেশি ৪২ জন রোহিঙ্গা।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান। তিনি বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক হাওয়া বিজিবির সহায়তায় ৫৫ জন জেলেকে ফেরত আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও তথ্য যাচাই-বাছাই চলছে। সব প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ কর্মকর্তা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়