Apan Desh | আপন দেশ

বিএসএফের হামলায় সুন্দরবনে ৮ জেলে আহত

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:০৩, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:৫১, ১৬ এপ্রিল ২০২৫

বিএসএফের হামলায় সুন্দরবনে ৮ জেলে আহত

ছবি: আপন দেশ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কালিন্দি নদীর বাংলাদেশের জলসীমায় ঢুকে একদল জেলের ওপর হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় অন্তত ৮ জন জেলে আহত হয়েছেন। বিএসএফ সদস্যরা তাদের তিনটি নৌকা নিয়ে যায়। তবে কাউকে আটক করতে পারেনি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কালিন্দি নদীর বয়ারসিং সংলগ্ন উলোখালীর চর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জেলেরা জানান, তারা মাছ ধরার সময় বিএসএফ সদস্যরা হঠাৎ স্পিডবোটে এসে মারধর শুরু করে। পরে নৌকা ছিনিয়ে নেয়।

আহত জেলেরা হলেন—শ্যামনগরের টেংরাখালী গ্রামের রমজান আলী, শাহাজান আলী, শাহাদাৎ হোসেন, মো. শাহাজান, আতাউর রহমান, মো. আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।

এদিকে বিজিবি জানায়, বাংলাদেশি জেলেরা ভারতের সীমানায় ঢুকে পড়েছিল, তাই বিএসএফ তাদের তিনটি নৌকা আটক করেছে। 

আহত জেলে শাহাদাৎ হোসেন বলেন, পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) নিয়ে তারা চারদিন আগে বনাঞ্চলে যান। তিনটি নৌকার ১২ জন জেলে দু’দিন ধরে বাংলাদেশের সীমানার মধ্যে উলোখালীর চর এলাকায় পাটা জাল পেতে মাছ ধরছিলেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ দুটি স্পিডবোটে বিএসএফ সদস্যরা এসে আমাদের মারধর শুরু করে। আমরা নদীতে পাতা জাল ফেলে ও নৌকা রেখে বনের ভেতরে পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করি। পরে তারা আমাদের দুটি নৌকা নিয়ে চলে যায়।

শাহাদাৎ আরও বলেন, তারা বাংলাদেশের সীমানার মধ্যেই মাছ ধরছিলেন। তবুও বিএসএফ হঠাৎ করেই এসে হামলা চালায়।

স্থানীয় রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু জানান, আহতদের মধ্যে ছয়জন তার ইউনিয়নের বাসিন্দা। নৌকা হারিয়ে তারা জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে ফিরে এসেছেন। জাল উদ্ধারের চেষ্টা চলছে। জেলেরা এলাকায় ফিরে আসার পর বিজিবিকে বিষয়টি জানানো হবে।

এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বলেন, বিএসএফ সদস্যরা বাংলাদেশি জলসীমায় ঢুকে তিনটি নৌকা নিয়ে গেছে বলে শুনেছেন।

সাতক্ষীরা ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজিব জানান, আমাদের তথ্যমতে, বাংলাদেশি জেলেরা ভারতের সীমানায় ঢুকে পড়েছিল। তখন বিএসএফ তাদের তিনটি নৌকা আটক করে। হামলা বা গুলি চালানোর কোনো তথ্য আমরা পাইনি।

স্থানীয়রা জানান, সীমান্ত নদীতে বারবার এ ধরনের ঘটনা জেলেদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে। বিষয়টি দ্রুত দুদেশের সীমান্ত বাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে সমাধান হওয়া প্রয়োজন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়