
ছবি : আপন দেশ
পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে আগুন দেয়ার ঘটনায় ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি এস এম আমানউল্লাহ।
তিনি বলেন, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ নিজেই অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে সন্দেহজনকভাবে এ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। আটক সিজন ঘটনার রাতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে "মিশন কমপ্লিট" লিখে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, যা ঘটনাটির সঙ্গে তার জড়িত থাকার সন্দেহ আরও জোরালো করে। পুলিশের ধারণা, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে ভাস্কর্যশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এসময় টিমটি মানবেন্দ্র ঘোষের পরিবারের সঙ্গে কথা বলবেন বলেও জানা গেছে।
আটককৃতরা হলেন- সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল (২২), সদর উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীর মারুফ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমিনুর রহমান (২৪), গড়পাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪) ও ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)।
পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের ঘটনার পর রাতেই আটক সিজন তার ফেসবুক স্ট্যাটাসে লেখে ‘মিশন কমপ্লিট’। তার এ পোস্ট তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃতদের ব্যাপারে তদন্ত চলমান রয়েছে এবং জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের পরিবারের সঙ্গে কথা বলবেন জেলা প্রশাসনের প্রতিনিধি দল।
অন্যদিকে, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে জানান, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান খানকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া ঢাকাফেরত সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, মানিকগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের গ্রামের বাড়িও এ এলাকায়। এছাড়া আওয়ামী লীগের একাধিক গুরুত্বপূর্ণ নেতার বাড়িও একই গ্রামে অবস্থিত। ফলে ঘটনাটি রাজনৈতিকভাবে সংবেদনশীল হিসেবেও বিবেচিত হচ্ছে।
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ এবারের পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঐতিহ্যবাহী শোভাযাত্রার মোটিফ নির্মাণে নেতৃত্ব দিয়েছিলেন। তার ওপর হামলার ঘটনাকে মতপ্রকাশ ও শিল্পচর্চার ওপর এক ভয়ানক আঘাত হিসেবে দেখছেন স্থানীয় সংস্কৃতি ও মানবাধিকার কর্মীরা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।