Apan Desh | আপন দেশ

মেয়েকে ইভটিজিং, প্রতিবাদ করায় বাবাকে হত্যা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৪, ১৭ এপ্রিল ২০২৫

মেয়েকে ইভটিজিং, প্রতিবাদ করায় বাবাকে হত্যা

প্রতীকী ছবি

মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা করেছে বখাটেরা। নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন (৪৫)। তিনি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য। বুধবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে এমন ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায়। 

পরিবারের সদস্যদের দাবি, বেশ কিছুদিন ধরে আকরামের মেয়েকে একদল বখাটে যুবক ইভটিজিং করে আসছিল। এক সময় সাহস করে প্রতিবাদ করেন আকরাম হোসেন। সে সাহসই যেন কাল হয়ে দাঁড়ায়। অভিযুক্ত নান্টু, বিশাল, রতনসহ একাধিক যুবক আকরামের বাড়িতে গিয়ে হুমকি দেয়। পরে বুধবার দিবাগত রাতে সাড়ে দশটার দিকে প্রকাশ্য রাস্তায় তাকে বেধড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনা শুধু একজন পিতার মৃত্যু নয়—এটি সমাজের একটি ভয়াবহ চিত্র, যেখানে ন্যায়ের পক্ষে দাঁড়ানোই যেন অপরাধ।

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হোসেন জানান, তালাইমারী এলাকায় উভয় পক্ষের সংঘর্ষে আকরাম হোসেন আহত হন এবং হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

এ ঘটনায় শুধু একটি পরিবার নয়, কেঁপে উঠেছে গোটা রাজশাহী নগরী। এমন বর্বরতা ও আইনহীনতার বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ না নিলে সমাজে আর কোনো পিতা তার কন্যার সম্মানের জন্য দাঁড়াতে সাহস পাবেন না।

স্থানীয়রা বলেন, আমরা চাই এ ঘটনায় জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। একই সঙ্গে প্রয়োজন, সমাজের সকল স্তরে সচেতনতা এবং নারীর প্রতি সম্মানবোধ প্রতিষ্ঠা করা। 

সচেতন ব্যক্তিরা জানান, ইভটিজিং একটি সামাজিক ব্যাধি, এবং তার বিরুদ্ধে দাঁড়ানো কোনো অপরাধ নয়—বরং তা এক নাগরিক দায়িত্ব।

এ হত্যাকাণ্ড যেন আমাদের ঘুম ভাঙ্গায়—আরো একটি আকরামের মৃত্যু নয়, এখন সময় প্রতিবাদের, এখন সময় জেগে ওঠার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়