
ছবি: আপন দেশ
পাবনার চাটমোহরে ছয় বছরের শিশু শিক্ষার্থী জুঁই হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার কাটাখালী বাজারে প্যাসিফিক অ্যাকাডেমির আয়োজনে এ বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসীও অংশ নেন।
এ সময় বক্তব্য দেন, চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, কাটাখালি আইনুল উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা নাসির উদ্দীন, কাটাখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, স্থানীয় সমাজসেবক মিরাজুল ইসলাম জুয়েল, কুদরত আলী, প্যাসিফিক অ্যাকাডেমির পরিচালক হুমায়ুন কবির ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবিব আরিফ প্রমুখ।
আরওপড়ুন<<>>মেয়েকে ইভটিজিং, প্রতিবাদ করায় বাবাকে হত্যা
বক্তারা বলেন, ঘটনার দুদিন অতিবাহিত হলেও পুলিশ এখনও ঘটনার ক্লু উদঘাটন বা জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। হত্যাকারীকে গ্রেফতার করা না পর্যন্ত কেউই স্বস্তি পাচ্ছেন না। সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফুলের মত শিশু জুঁইয়ের হত্যাকারীরা যেন কোনভাবেই পার না পায়। হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, সোমবার (১৪ এপ্রিল) বিকেলে দাদির কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় শিশু জুঁই। তারপর থেকে তার কোনো খোঁজ পায়নি পরিবার। পরদিন মঙ্গলবার বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যার প্রমাণ পায় পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।