
ছবি: আপন দেশ
রাজধানীর কলাবাগান থানা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম সাধুকে (৬৮) জামালপুরের মেলান্দহ থেকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা ও জুলাই আগস্ট আন্দোলনে হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে তাকে জামালপুর আদালতে হাজির করলে বিচারক নজরুল ইসলাম সাধুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার (১৭ এপ্রিল) রাত ৩টার দিকে মেলান্দহ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ওই আওয়ামী লীগ নেতাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মেলান্দহ থানার ওসি শফিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত নজরুল ইসলাম সাধু উপজেলার সাধুপুর এলাকার বাসিন্দা ও মৃত অহেজ উদ্দিন মণ্ডলের ছেলে।
আরওপড়ুন<<>>ইতিহাস কখনও মোছা যায় না: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম সাধু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহে হলেও তিনি রাজধানীর কলাবাগান এলাকায় বসবাস করেন। সেখানে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত সাধু। তবে সাম্প্রতিক সময় তার বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠে। যা রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
ওসি শফিকুল ইসলাম বলেন, নজরুল ইসলাম সাধুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা, শারীরিক নির্যাতন এবং নাশকতার পরিকল্পনার গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দায়ের করা মামলাটি ইতোমধ্যে তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।