Apan Desh | আপন দেশ

এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের পানি-কলম বিতরণ 

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৫১, ১৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:৫৩, ১৭ এপ্রিল ২০২৫

এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের পানি-কলম বিতরণ 

ছবি: আপন দেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পানি ও কলম বিতরণ করেছে উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটে এ উপকরণ বিতরণ করা হয়। 

জানা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সার্বিক সহযোগিতায় এসব উপকরণ বিতরণ করা হয়। পরীক্ষার্থীদের মধ্যে পানি ও কলম বিতরণ করেন মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন ও সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর।

আরওপড়ুন<<>>কলাবাগান থানা আ.লীগের প্রভাবশালী নেতা জামালপুরে গ্রেফতার

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রইচ মিয়া,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, যুগ্ন সাধারণ সম্পাদক আবু ঈছাসহ তারিক মাহমুদ (সাদ্দাম),আকিব মাহমুদ (রিফাত), সোহাগ মিয়া, মেহেদি মিয়া, সুমন মুন্সি, ইয়াসিন তালুকদার, সোহান মিয়া ও অপু শেখ প্রমুখ ।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে সারাদেশে এ কার্যক্রম চলমান। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের মুকসুদপুরে এ কার্যক্রম পরিচালিত হয়।

আপন দেশ/এমএস 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়