Apan Desh | আপন দেশ

প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৬, ১৭ এপ্রিল ২০২৫

প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে আমিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে পুলিশ বাড়ির পাশের ধানক্ষেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত আমেনা বেগম সখীপুর উপজেলার ঘোনারচালা গ্রামের সৌদি প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।

আরওপড়ুন<<>>এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের পানি-কলম বিতরণ

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (১৬ এপ্রিল) রাতে গৃহবধূ আমেনা বেগম পরিবারের অন্যদের সঙ্গে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে আমেনা বেগম প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘরে থেকে বেরিয়ে যান। এরপর রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন জানান, মরদেহের গলায় ক্ষত চিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময় তাকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে দুর্বৃত্তরা হত্যা করে থাকতে পারে। হত্যার পর দুর্বৃত্তরা ওই গৃহবধূর পরনে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

এ ঘটনায় ওই গৃহবধূর মেয়ে লিতু আক্তার বাদি হয়ে একটি হত্যা মমলা দায়ের করেছে বলেও জানান তিনি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়