
ছবি : আপন দেশ
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনখর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা যায়, ঢাকাগামী ট্রাক নাম্বার চট্র মেট্রো ট ১১-৬৩৩১ এবং পিক-আপ নাম্বার ঢাকা মেট্রো ন- ১৯-৮৭৯১ এর মুখোমুখি সংঘর্ষে ২ জন পুরুষ এবং ২ জন নারীসহ ৪ জন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
মাধবপুর থানার ওসি আব্দুলাহ আল মামুন জানান, বাসা বাড়ির মালামালসহ পিকআপটিতে অনুমান ১৬/১৭ জন যাত্রী ছিলেন। ট্রাক এবং পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। লাশ উদ্বার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।