
প্রতীকী ছবি
ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা স্বামীকে দেখতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা সংলগ্ন তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর স্বামী বর্তমানে একটি মামলায় ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে। বুধবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে কারাগারে স্বামীর সঙ্গে দেখা করেন তিনি। এরপর কারাগারের সামনে থেকে সিএনজিতে উঠে নহাসনাবাদ যাওয়ার জন্য। এ সময় সিএনজি ড্রাইভার ও সিএনজিতে থাকা যাত্রীবেশী আরো দুই যুবক মিলে তাকে তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী নির্জন জায়গায় নিয়ে আটকে রেখে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরে ভোর রাতে তাকে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষকরা।
পরবর্তীতে ওই গৃহবধূ আশপাশের লোজনের সহযোগিতায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে জানান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, গৃহবধূর কাছ থেকে আমরা অভিযোগ নিয়েছি। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন ও আসামি শনাক্ত করার চেষ্টা চলছে। পরে তরুণীর মেডিক্যাল চেকআপ করে তদন্তপূর্বক মামলা গ্রহণ করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।