
ছবি: আপন দেশ
যেকোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে বিএনপি ও জামায়াত। বলেছেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, যেভাবে গত ১৬ বছর নির্যাতন দল দুটি সহ্য করে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করেছে, সেভাবেই সামনে যেকোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন নিরপেক্ষ হতে পারে না- মন্তব্য করে তিনি বলেন, ১৫ বছর আমাদের নেতাদের হত্যা করে খুনি হাসিনা ও তার সহযোগীরা দেশকে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছেন।
আরওপড়ুন<<>>দাবি আদায়ে কাফনের কাপড় পরে শিক্ষার্থীদের মিছিল
তাদের বিচার হতে হবে। বিচার দৃশ্যমান করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতে হবে এবং জামায়াতে ইসলামী সে নির্বাচনে অংশগ্রহণ করবে বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা স্থানান্তরের একটি ডেডলাইন ইতোমধ্যে দিয়েছে। আমরা চাই, এ সময়ের মধ্যেই সব সংস্কার করে, মানবতাবিরোধী অপরাধীদের বিচার করে নির্বাচন দেন। আমরা সে নির্বাচনের জন্য প্রস্তুত আছি।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মু. শাহাজাহান ও সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।