Apan Desh | আপন দেশ

এখনও খোঁজ মেলেনি নালায় পড়ে যাওয়া শিশুটি

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫২, ১৯ এপ্রিল ২০২৫

এখনও খোঁজ মেলেনি নালায় পড়ে যাওয়া শিশুটি

ছবি : আপন দেশ

চট্টগ্রাম নগরের চকবাজারের কাপাসগোলা এলাকায় হিজলা খালে পড়ে যাওয়া ছয় মাস বয়সী শিশু সেহরিসকে এখনও খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার (১৭ এপ্রিল) রাত থেকে ঘটনাস্থল ও এর আশেপাশে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকে আবারও শুরু হবে উদ্ধার অভিযান। 

ফায়ার সার্ভিস জানায়, শিশুটি তার মা ও দাদির সঙ্গে ব্যাটারিচালিত রিকশায় করে বেড়াতে যাচ্ছিল। বৃষ্টিতে সড়ক তলিয়ে থাকায় রিকশাটি উল্টে হিজলা খালে পড়ে যায়। রিকশাচালককে স্থানীয়রা উদ্ধার করলেও মা ও দাদী পানির স্রোতে ভেসে গিয়ে একপর্যায়ে ব্রিজের নিচে পাইপে আটকে পড়েন। পরে ব্রিজের স্ল্যাব খুলে তাদের উদ্ধার করা হয়। কিন্তু শিশু সেহরিসকে তখন থেকেই আর খুঁজে পাওয়া যায়নি। ডুবুরি দল রাতভর চেষ্টা চালায়। ভোরে আবার নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়। স্থানীয়রাও উদ্ধারকাজে সহযোগিতা করছেন।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, খালের গঠন ও পানির প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ অত্যন্ত জটিল হয়ে পড়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

রাতেই ঘটনাস্থলে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে পরিচ্ছন্নকর্মী ও উদ্ধারকারী দলকে ডেকে আনা হয়েছে। রিকশাটিও উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। উল্লেখ্য, চট্টগ্রামে নালা ও খালে পড়ে গত ৪ বছরে শিশুসহ অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। শহরের জলাবদ্ধতা ও অরক্ষিত খালগুলো নিয়ে স্থানীয়দের ক্ষোভ দীর্ঘদিনের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়