Apan Desh | আপন দেশ

আ. লীগকে ঝটিকা মিছিলও করতে দেয়া হবে না: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ১৯ এপ্রিল ২০২৫

আ. লীগকে ঝটিকা মিছিলও করতে দেয়া হবে না: এ্যানি

ছবি: আপন দেশ

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে। আবারও ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। আওয়ামী লীগের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, খুন ও গুম দেশের মানুষ এখনো ভুলে যায়নি। ফ্যাসিবাদকে কোনোভাবেই ঝটিকা মিছিলও করতে দেয়া হবে না। এতে সবাইকে সতর্ক থাকতে হবে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভা, সদর (পূর্ব) উপজেলা ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের পুরাতন গোহাটা সড়কের বশির ভিলা হলরুমে এ আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, গত ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট হয়েছে। সে অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি। অস্ত্রগুলো উদ্ধারে এখন পর্যন্ত কোনো অভিযানও করা হয়নি।অবিলম্বে সব অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করতে হবে। 

তিনি বলেন, বিগত সময়ে যারা গুম-খুনের সঙ্গে জড়িত ছিল, যারা এক ব্যক্তির শাসন ও ফ্যাসিবাদ কায়েম করছিল তারা সাধারণ মানুষের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 

চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যার সভাপতিত্বে, লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ ও সদর উপজেলা (পূর্ব) যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়