Apan Desh | আপন দেশ

স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫১, ১৯ এপ্রিল ২০২৫

স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর

ফাইল ছবি

কুমিল্লায় স্ত্রী মৌসুমী বেগমকে গলা টিপে হত্যা করে করেছে বাছির আহমদ নামে এক স্বামী। ঘটনার পর নিজেই থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন বশির।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বাছির একটি ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি মো. জাহেদুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী বাছির আহমেদ তার স্ত্রী মৌসুমী বেগমকে গলা টিপে হত্যা করে। পরে স্ত্রীর মরদেহ ঘরে রেখে মুরাদনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে।

তারা আরও জানান, বাছির ও মৌসুমী দম্পতি গত আড়াই বছর ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ওই দম্পতির চার বছর বয়সী যমজ এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তাদের মধ্যে প্রায়ই নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ লেগে থাকতো বলেও জানা যায়।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়