
চাকসু ভবনের সামনে আদিবাসী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
তিনদিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ শিক্ষার্থীর। তাদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালালেও এখনও খোঁজ পাওয়া যায়নি।
এদিকে, অপহৃত শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও অপহরণকারীদের শাস্তির দাবিসহ আন্দোলনের ঘোষণা দিয়েছে চবিতে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরা।
শনিবার (১৯ মার্চ) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন আদিবাসী শিক্ষার্থীরা।
অপহৃত শিক্ষার্থীরা হলেন- চবির চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা ও মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা ও প্রাণিবিদ্যা বিভাগের লংঙি স্রো।
আদিবাসী শিক্ষার্থীরা জানায়, অপহরণের আজ তিন দিন পেরিয়ে গেলেও অপহৃতদের এখনও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অপহরণের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্যকভাবে অবগত হলেও এখনও দৃশ্যমান কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না। এমতাবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।
আরওপড়ুন<<>>খোঁজ মেলেনি চবির অপহৃত ৫ শিক্ষার্থীর
এ অপহরণের ঘটনায় আমরা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করছি। আমরা রোববার (২০ এপ্রিল) থেকে অপহৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে আন্দোলনের ডাক দিয়েছি।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী অন্বেষ চাকমা বলেন, খাগড়াছড়ি গিরিফুল এলাকা থেকে চবির পাঁচ পাহাড়ি শিক্ষার্থী অপহরণের ৩ দিন কেটে গেলেও এখনও কোনো খোঁজ পাচ্ছি না আমরা। তাদের উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও কোনো কার্যকরী পদক্ষেপ দেখছি না। আমরা রোববার থেকে শিক্ষার্থীদের মুক্তির দাবিতে আন্দোলন করবো।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী জাল্লাং এনরিকো কুবি বলেন, বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি, ইউপিডিএফ এ অপহরণ ঘটনার সঙ্গে জড়িত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর অপহরণের ঘটনায় আমরা চবির আদিবাসী শিক্ষার্থীরা অপহৃতদের নিঃশর্ত দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, বিঝু উৎসবে বন্ধুর বাড়ি থেকে টমটম গাড়িযোগে খাগড়াছড়ি সদরে আসার পথে গিরিফুল এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের গাড়ি আটকায়। ড্রাইভারসহ পাঁচ শিক্ষার্থীকে সেখান থেকে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর যৌথ বাহিনীর বেশ কয়েকবার অভিযানসহ ৩ দিন কেটে গেলেও শিক্ষার্থীদের উদ্ধার করা সম্ভব হয়নি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।