
ছবি: আপন দেশ
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফেরত দিতে হবে। নাহলে দলটি রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে সরকারকে বাধ্য করবে। মনে রাখতে হবে, ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিবাদের জুলুম ধরে রাখা যাবে না। সব জুলুমের কবর রচনা করতে হবে।
তিনি বলেন, আমরা চেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীনতার উদাহরণ সৃষ্টি করবে। কিন্তু কাউকে মুক্তি দেবে, কাউকে দেবে না, সরকারের এমন কর্মকাণ্ডে জাতি হতাশ। অনতিবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে খুলনায় রুকন শিক্ষা শিবির-২০২৫-এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান। সোনাডাঙ্গা আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগর জামায়াতে ইসলামী এ রুকন শিক্ষা শিবিরের আয়োজন করে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দলের শীর্ষ নেতাদের আওয়ামী লীগ বিচারিক হত্যা করেছে। এটিএম আজহারুল ইসলাম যখন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন, তখন শেখ হাসিনার সরকার তাকে আটক করে মিথ্যা মামলা দিয়ে ১৩ বছর কারাগারে বন্দি করে রেখেছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে এখনও আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক।
আরওপড়ুন<<>>কিছু কু-রাজনীতিক চাঁদাবাজি-দখলবাজি করছে: জামায়াত আমীর
দেশবাসী স্বৈরাচারের কবল থেকে পরিপূর্ণভাবে মুক্তি চায় মন্তব্য করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দেয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন, একজন ঈমানদার হিসেবে দুনিয়ার সুযোগ-সুবিধা আমাদের জন্য অগ্রগণ্য না। আমাদের মূল টার্গেট হবে আখিরাতে চূড়ান্ত সফলতা। তাই জামায়াতে ইসলামীর রুকনদের আখিরাতকে প্রাধান্য দিয়ে জীবন পরিচালনা করতে হবে। সব কাজে আল্লাহ ও তার রাসুলের নিকট আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদান করতে হবে। কুরআনে বর্ণিত গুণাবলিসমূহ জামায়াতের রুকনদের চরিত্রে ফুটিয়ে তুলে সমাজের মানুষের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে।
এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় আলোচনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।