Apan Desh | আপন দেশ

ভারতে কারাগারে আটক স্বামী, অপেক্ষায় স্ত্রী-সন্তান

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৫, ১৯ এপ্রিল ২০২৫

ভারতে কারাগারে আটক স্বামী, অপেক্ষায় স্ত্রী-সন্তান

ছবি: আপন দেশ

নদীতে মাছ ধরতে গিয়ে ৬ মাস ধরে পার্শ্ববর্তী দেশ ভারতের কারাগারে আটকা রয়েছে কুড়িগ্রামের ৭ জেলে। রাজীবপুর উপজেলার জিঞ্জিরাম নদী হয়ে ভারতের অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক হন জেলেরা। বর্তমানে তারা ভারতের হাজতে আটক রয়েছেন।

আটক সাত জেলের বাড়ি কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলায়। দীর্ঘদিন ভারতের কারাগারে আটক থাকলেও কীভাবে তাদের ফেরানো যায়, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে এসব পরিবারের সদস্যদের। যতই দিন যাচ্ছে, চিন্তার ভার বেড়েই চলছে। পরিবারের আয়ের মানুষটি না থাকায় পথে বসার উপক্রম এসব পরিবারের সদস্যদের।

অনুসন্ধানে উঠে এসেছে, গত বছরের ৪ নভেম্বর তাদের আটক করে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)। এরপর থেকে তাদের খোঁজ পাচ্ছিল না জেলে পরিবারের সদস্যরা। সম্প্রতি ভারতের আমপাতি জেলার মাহিন্দগঞ্জ থানার তুরা মেঘালয় এলাকার এক বাসিন্দার কাছে গোপনে পাঠানো চিঠির মাধ্যমে তাদের সন্ধান মেলে।

আটক জেলেরা হলেন, চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের হরিনের বন্দ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে রাসেল মিয়া (৩৫),  রমনা ব্যাপারী পাড়া এলাকার বাহাদুর মিয়ার ছেলে বিপ্লব মিয়া (৪৫), শামছুল হকের ছেলে মীর জাহান আলী (৪৫), মৃত এছাহক আলীর ছেলে বকুল মিয়া (৩২), পকের আলীল ছেলে আমির আলী (৩৫)। এছাড়া রাজিবপুর উপজেলার বালিয়ামারী ব্যাপারী পাড়ার জরিপ উদ্দিনের ছেলে আঙ্গুর হোসেন (২০), রৌমারী উপজেলার যাদুর  চর বকবান্ধা এলাকার ছলিম উদ্দিনের ছেলে চাঁন মিয়া (৬০)।

আরওপড়ুন<<>>নির্দিষ্ট ব্যক্তির পরিবর্তে রাসূলের জীবনাদর্শ অনুস্মরণে জামায়াতে যোগ দিলাম’

আটক জেলে বকুলের স্ত্রী আজেদা বেগম বলেন, আমার স্বামী ৬ মাস ধরে ভারতের জেলে আটকা আছে। কিছুদিন আগে একটা চিঠি পাঠায়। পরে আমরা এক উকিলের সঙ্গে যোগাযোগ করি। তিনি দুই লাখ টাকার কথা বলে। স্বামী নাই, এমনিতে ছেলে-মেয়েদের নিয়ে খুব বিপদে আছি। কোনো রকমে বাচ্চাদের মুখে দুমুঠো ভাত তুলে দিতেছি। স্বামীকে ফেরাতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আশেক আঁকা বলেন, এ ঘটনা এর আগেও ঘটেছিলো। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের কারণেই তারা আটক হন। ভারতীয় হাজতে আটকরা রাজীবপুরের জিঞ্জিরাম নদীর সীমান্ত এলাকা থেকে আটক হন। আমরা ভুক্তভোগী পরিবারকে সব ধরণের সহযোগিতার চেষ্টা করছি।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, বিষয়টি আসলে আমাদের হাতে নেই। তবে ভারতে আটকা পড়া জেলেদের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়