
ছবি: আপন দেশ
পাবনার চাটমোহরে ভুট্টা ক্ষেত থেকে শিশু জুঁইয়ের মরদেহ উদ্ধারে ঘটনায় কিশোরসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে দলবদ্ধভাবে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। গ্রেফতারকৃতরা ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
রোববার (২০ এপ্রিল) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান চাটমোহর থানার ওসি মনজুরুল আলম।
গ্রেফতারকৃতরা হলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়ফা গ্রামের সুলতান হোসেনের ছেলে সোহেল রানা (২৫), আয়নাল হকের ছেলে শেখ সাদি (১৬), দুলাল হোসেনের ছেলে শাকিব (১৬), দিয়ার গাড়ফা গরমাটি গ্রামের শাহীন আলমের ছেলে সিয়াম (১৩) ও চাটমোহর উপজেলার রামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবদুল্লাহ (১৬)।
আরওপড়ুন<<>>জুঁই হত্যার বিচার দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন
প্রেস ব্রিফিংয়ে ওসি জানান, পহেলা বৈশাখের (১৪ এপ্রিল) দিন বিকেলে শিশু জুঁই তার দাদির বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সেখান থেকে প্রতিবেশির বাগানে আম কুড়াতে যায় সে। এ সময় বখাটেরা সেখানে গাঁজা সেবন করছিল। তারা শিশু জুঁইকে ভুলিয়ে পার্শ্ববর্তী কলা বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ যাতে কেউ চিনতে না পারে, সেজন্য মুখে এসিড জাতীয় পদার্থ দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা করে।
তিনি আরও জানান, ঘটনার পর বড়াইগ্রাম ও চাটমোহর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার ও ঘটনার ক্লু উদঘাটনে সক্ষম হয়। আসামিদের পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য গত ১৪ এপ্রিল বিকেলে দাদির কাছে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় শিশু জুঁই। তারপর থেকে তার কোন খোঁজ পায়নি পরিবার। পরদিন ১৫ এপ্রিল বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।