
প্রতীকী ছবি
সাতক্ষীরার সদর উপজেলার কুশখালি ইউনিয়নে ফসলের মাঠে কাজ করতে গিয়ে অমিত্তবান আরা (৪৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী শ্রমিক।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কুশখালি ইউনিয়নের কাকমারি বিলে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
মৃত অমিত্তবান আরা সদর উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের আনারুল ইসলামের স্ত্রী। আর আহত খুকুমণি একই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
আরওপড়ুন<<>>‘আসল’ পারভেজ গ্রেফতার, মুক্তি পাচ্ছে নিরীহ যুবক
স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী অমিত্তবান আরা পার্শ্ববর্তী কুশখালী গ্রামের ইদ্রিস আলীর জমিতে ধান বহনের কাজ করছিলেন । সকাল সাড়ে দশটার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হওয়ায় দ্রুত কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন
ওই নারী শ্রমিকরা। এ সময় বজ্রপাত হলে মারা যান অমিত্তবান আরা এবং খুকুমনি আহত হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।