Apan Desh | আপন দেশ

অনির্দিষ্টকাল সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাটডাউন ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৬, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:১৯, ২১ এপ্রিল ২০২৫

অনির্দিষ্টকাল সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাটডাউন ঘোষণা

ছবি: আপন দেশ

অনির্দিষ্টকালের জন্য অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কলেজের নিজস্ব হাসপাতালের কার্যক্রম চালু ও পর্যাপ্ত ওয়ার্ড সুবিধাসহ দুই দফা দাবি আদায়ে এ কর্মসূচি ঘোষণা করেন তারা।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় কলেজের প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে প্রতীকী রক্তাক্ত অ্যাপ্রোন টাঙিয়ে তারা কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিভিন্ন স্লোগানে হামলার প্রতিবাদ জানান তারা।

আন্দোলনকারী শিক্ষার্থী পৃথিবীরাজ ও নুরনাহার বলেন, চলমান আন্দোলনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরছি না।

আরওপড়ুন<<>>স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি

অধ্যক্ষ ডা. মোস্তাক আহমেদ ভুইয়া জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। হাসপাতাল না থাকায় হাতে-কলমে শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি বারবার সংশ্লিষ্টদের জানিয়েছি।

এর আগে রোববারও (২০ এপ্রিল) শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। ওই সময় সেনাবাহিনী এসে অবরোধ তুলে নিতে বললে কিছু সময় পর শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা সরে যান।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ করে আসছেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়