Apan Desh | আপন দেশ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলায় ১২ শিক্ষককে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৩, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:১৪, ২১ এপ্রিল ২০২৫

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলায় ১২ শিক্ষককে অব্যাহতি

ছবি: আপন দেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে ১২ শিক্ষককে অব্যাহিত দেয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ ও জয়াগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন, উপজেলার নজরুল অ্যাকাডেমি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুমার, নুরুল ইসলাম, কেশারপাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের মোস্তফা সুজন, সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের সাইফুল আলম, মো.তাজুল ইসলাম, ফেরদাউস আক্তার,খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের নূর-এ-জান্নাত, জাবেদ হোসেন, মাহাবুবের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শাহাদাত বানু, আজিমুল ইসলাম এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন।

আরওপড়ুন<<>>ভারতে কারাগারে আটক স্বামী, অপেক্ষায় স্ত্রী-সন্তান

উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দ্বীন আল জান্নাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার বেলা ১১টার দিকে খলিলুর রহমান ডিগ্রি কলেজ ও জয়াগ উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে গণিত পরীক্ষা চলছিল। এ সময় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখি শিক্ষকদের উপস্থিতি কেন্দ্র দুটিতে শিক্ষার্থীরা হট্রগোল করছে। 

এ সময় শিক্ষকরা নিরব ছিলেন। বিষয়টি আমার নজরে এলে দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়ে দুই পরীক্ষাকেন্দ্রের ১২ শিক্ষককে দায়িত্ব থেকে কেন্দ্র প্রধানরা অব্যাহতি দেন। অব্যাহতি পাওয়া শিক্ষকরা এ বছর বাকী পরীক্ষায় কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেনা।

আপন দেশ/এমএস  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়