
ছবি: আপন দেশ
পাবনায় পৃথক পৃথক অভিযানে দুটি বিদেশি অস্ত্র, গুলিসহ ইয়াবা ও হেরোইন জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়।
সোমবার (২১ এপ্রিল) সদর উপজেলার কাশিপুর, হেমায়েতপুরের মালিথা পাড়া এবং মোহরপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ওই চারজনকে আটক করা হয়। এদিন বিকেলে পাবনা পুলিশ সুপার এক প্রেসব্রিফিং এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন, সদর উপজেলার দোহারপাড়া এলাকার মৃত শেখ ফরিদের ছেলে জাহিদ হাসান রানা (৩৩), মালিথা পাড়ার এস এম আজমের ছেলে সাজ্জাদ হোসেন (২৬), কিসমত প্রতাপপুর এলাকার আব্দুল জলিলের ছেলে আব্দুল রানা (৪১) ও মোহরপুর এলাকার কুদ্দুস শেখের ছেলে রাসেল হোসেন (৪৫)।
জব্দকৃত অস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে, একটি বিদেশী পিস্তল, ৬২ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন, ৪ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ গ্রাম হেরোইন এবং একটি বিদেশি শটগান ও ৫ রাউন্ড শর্টগানের গুলি।
আরওপড়ুন<<>>দলবদ্ধ ধর্ষণের পর শিশু জুঁইকে হত্যা, গ্রেফতার ৫
মোরতোজা আলী খাঁন বলেন, পাবনা ডিবির ওসি হাসান বাসির নেতৃত্বে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদ হাসান রানাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এছাড়া একই টিম হেমায়েতপুর মালিথা পাড়া এলাকায় এস এম আজমের মালিকানাধীন পুকুরের মধ্যে অবস্থিত টিনের ঘরে অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন ও আব্দুল রানাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি, ২২ বোরের ৪৯ রাউন্ড তাজা গুলি, ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
অপরদিকে ডিবির এসআই (নিঃ) বেনু রায়ের নেতৃত্বে একটি টিম গয়েশপুর ইউনিয়নের মোহরপুর গ্রামের সুতার কারখানার পেছনে অভিযান চালিয়ে রাসেল হোসেনকে আটক করা হয়। এ সময় তার বসতঘরের ভেতর থেকে একটি বিদেশি শর্টগান এবং ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, এসব ঘটনায় সদর থানায় পৃথক পৃথক মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পর আটক চারজনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২২ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।