
ছবি: আপন দেশ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকার একটি ক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, কঙ্কালটি কয়েক সপ্তাহ আগের হতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে স্থানীয় এক যুবক কাঁচিহাটা এলাকার আশ্রায়ণ প্রকল্পের পূর্ব পাশের একটি ক্ষেতে ঘাস কাটতে যায়। এ সময় ঘাসের ভেতর মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তখন আশেপাশের মানুষজন এগিয়ে এসে দেখে বিষয়টি পুলিশকে জানায়। পরে বিকেলে পুলিশ ঘটনাস্থলে যায়।
আরওপড়ুন<<>>বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে বেধড়ক মারধর
বিষয়টি কুমিল্লার সিআইডি অবহিত করা হয়। তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের পর কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, উদ্ধার করা কঙ্কালটি একজন নারীর বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নারীর দুই হাতে দুইটি চুড়ি ছিল। পরনের কাপড়গুলো নষ্ট হয়ে গেছে। শরীরের মাংস পঁচে গেছে। আছে কেবল কঙ্কাল। বয়স ৫০/৫৫ বছর হতে পারে।
কঙ্কাল দেখে মনে হয় অনেক আগের। সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে বলেও জানান তিনি।
আপন দেশ/এএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।