
ফাইল ছবি
বরগুনায় তালাকের তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বরগুনার তালতলী উপজেলার তালুকদার পাড়া গ্রামের সালাউদ্দিন শরীফের ছেলে মাহবুবুর রহমানের (৩২) বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তিনি পিরোজপুর জেলা আনসার ভিডিপি অফিসে কর্মরত। মামলাটি দায়ের করেছেন তার সাবেক স্ত্রী, যিনি বর্তমানে আমতলী উপজেলার শহরে সন্তান নিয়ে বসবাস করেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ২০১২ সালে মাহবুবুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি ৯ বছরের পুত্রসন্তান রয়েছে। স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ায় তাকে না রাখতে চাইলে যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে বাদী আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুকের মামলা করেন।
ওই মামলার পরে চলতি বছরের ৬ এপ্রিল মাহবুবুর রহমান তাকে তালাক দেন। তবে তালাকের বিষয়টি গোপন রাখেন। এরপর ১১ এপ্রিল তিনি আমতলীতে বাদীনির বাসায় গিয়ে আপসের আশ্বাস দিয়ে রাতের বেলায় শারীরিক সম্পর্ক করেন। পরে ১৫ এপ্রিল ম্যাসেঞ্জারে তালাকনামার ছবি পাঠান।
ভুক্তভোগী নারী বলেন, আমি মনে করেছিলাম, তিনি আগের সম্পর্ক থেকে ফিরে এসেছেন। কিন্তু তালাকের কপি দেখে বুঝি, তিনি আমাকে ঠকিয়েছেন। তালাক গোপন রেখে তিনি জেনে শুনে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। এটা আমার বিশ্বাসের চরম অপমান।
মামলার বিষয়ে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ বেগম লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা সিপু।
এদিকে, অভিযুক্ত মাহবুবুর রহমানের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আমতলী থানার ওসি আরিফ হোসেন জানান, আদালতের নির্দেশ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।