Apan Desh | আপন দেশ

কবির বিন সামাদকে হত্যার হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:০৫, ২৪ এপ্রিল ২০২৫

কবির বিন সামাদকে হত্যার হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

ছবি: আপন দেশ

জনপ্রিয় ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদ। তাকে মাহফিলের মঞ্চে প্রকাশ্যে গালিগালাজ ও হত্যার হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে “সংগ্রামী তৌহিদী জনতা”র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন জেলা মাজলিসুন মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বিলালী। প্রধান অতিথি ছিলেন জেলা মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। এছাড়াও বক্তব্য রাখেন সাতক্ষীরা উলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, মাওলানা মনোয়ার হোসেন মমিন, মাওলানা আমিনুর রহমান ও মাওলানা দেলোয়ার হোসেন হুজাইফি।

মানববন্ধনে হাজার হাজার আলেম, ইসলামপন্থী কর্মী ও সচেতন জনতা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ পরিকল্পিতভাবে মাহফিলের স্টেজে কবির বিন সামাদকে গালিগালাজ ও হেনস্তা করেছেন। এমনকি হত্যার হুমকিও দিয়েছেন। রউফ একজন চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।

বক্তারা আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার না করা হলে আন্দোলনের ডাক দেয়া হবে। তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে তার দায় প্রশাসনকেই নিতে হবে। 

বক্তারা রউফের সম্পদের তদন্ত দাবি করে বলেন, সে গরিবদের জমি দখল করেছে, অতীতে আলেমদের বিরুদ্ধে অশালীন মন্তব্যও করেছে।

উল্লেখ্য, ২৩ এপ্রিল আলিপুর চেকপোস্ট মাদ্রাসা ও মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন কবির বিন সামাদ। বক্তৃতার সময় সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মঞ্চে উঠে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। শারীরিকভাবে আঘাতের চেষ্টা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে নিন্দার ঝড় উঠে। পরে মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়