Apan Desh | আপন দেশ

ছিনতাইয়ে বাধা দেয়ায় মাছ ব্যবসায়ীকে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৩, ২৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:৩৪, ২৫ এপ্রিল ২০২৫

ছিনতাইয়ে বাধা দেয়ায় মাছ ব্যবসায়ীকে হত্যা

প্রতীকী ছবি

টাঙ্গাইলের দেলদুয়ারে ছিনতাইয়ে বাধা দেয়ায় ছুরিকাঘাতে সাইফুল আলম নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকেদেলদুয়ার উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল আলম টাঙ্গাইল শহরের সাকরাইল এলাকার মৃত সাব্বির আহমেদের ছেলে।

আরওপড়ুন<<>>‘বিএনপি দেশে সংস্কার শুরু করেছিল শহীদ জিয়ার সময় থেকে’

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে সাইফুল আলম এক জেলেকে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে মির্জাপুরে হ্যাচারিতে মাছের রেনু কিনতে যাচ্ছিলেন। মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তাদের অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তলসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এতে বাধা দিলে সাইফুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে ওই মাছ ব্যবসায়ীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দেলদুয়ার থানার ওসি সোহেব খান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়