
ছবি: আপন দেশ
পাবনার ঈশ্বরদী উপজেলার ডিগ্রির চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের ডিগ্রির চরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, পিল্লু (২৫), ছুবাইল (২৪), আসিফ (২০) ও আলম (২৭)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত পিল্লু ও ছুবাইলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা সবাই বিএনপি সমর্থক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ডিগ্রির চর এতদিন দখল করে রেখেছিল পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থকরা। ৫ আগস্টের পর তারা পলাতক রয়েছে। গত পহেলা বৈশাখ থেকে ডিগ্রির চর সরকার থেকে লিজ নেন আকাত আলী শেখ। পলাতক থাকা আওয়ামীলীগ সমর্থকরা মাঝে মাঝে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। শুক্রবার সকালে আকাত আলী শেখ এবং এলাকায় এলাকাবাসী নিয়ে ডিগ্রির চর নিজেদের দখলে নিতে যান।
আরওপড়ুন<<>>ছিনতাইয়ে বাধা দেয়ায় মাছ ব্যবসায়ীকে হত্যা
এ সময় আওয়ামী সমর্থক মকুল মেম্বর, তরিকুল মেম্বর ও শফি মিরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন অস্ত্র দিয়ে এ হামলা চালায়। এতে চারজন গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আকাত আলী শেখ জানান, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা মকুল মেম্বার, তরিকুল মেম্বার সরকারের পট পরিবর্তনের পর এলাকা থেকে পালিয়ে গিয়ে চরাঞ্চলে গা ঢাকা দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছেন। এ ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
ঈশ্বরদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।