
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান
নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাতিলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, কমিশনের সুপারিশে কোরআন-সুন্নাহর খেলাপে কিছু সুপারিশ রয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল)ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমীর। জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, যারা এ সুপারিশ পেশ করেছেন, তারা এদেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চায়, সেটা হতে দেয়া হবে না।
আরওপড়ুন<<>>পাবনায় চর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪
তিনি বলেন,জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসির সক্ষমতার প্রমাণ করুন। স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই আগে স্থানীয় সরকার নির্বাচন দেন। এতে জনগণ দেখতে পারবে আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু আছে। তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ তা মেনে নেবে না।
জামায়াতের আমীর আরও বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করুন। এছাড়া দ্রব্যমূল্য আবারও উত্তপ্ত হচ্ছে জানিয়ে সরকারকে সেদিকে নজর দেয়ার আহবান জানান তিনি।
মহানগর জামায়াতের আমীর ইমরুল কায়েসের সভাপতিত্বে কর্মী সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনের মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার এবং জেলার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামীউল হক ফারুকী, জেলার আমীর আব্দুল করিমসহ আরও অনেকে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।