
ছবি: আপন দেশ
নাটোরে স্ত্রীর গোপন ভিডিও ধারণ করে ‘ব্লাকমেইল’ করায় ছোট ভাইয়ের দুই হাতের কব্জি কেটে দিয়েছে বড় ভাই। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে নলডাঙ্গা উপজেলার খাজুরার এলাকায় এ ঘটনা ঘটে। একটি বাড়িতে ডেকে নিয়ে ভাইয়ের দুই হাতের কব্জি কেটে নেয়া হয় বলে জানান নলডাঙ্গার থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।
আহত ইসরাফিল ইসলাম (২২) নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দাহ এলাকার তাইজুল ইসলামের ছেলে। তিনি রাজশাহীতে টাইলস মিস্ত্রির কাজ করেন।
তাইজুল ইসলামের চার ছেলের মধ্যে ইসরাফিল ইসলাম ছোট, মেজ ছেলে ইসমাইল ইসলাম এবং সেজ ছেলে ইব্রাহীম ইসলাম। তাদের বড় ভাই ব্যাংকে কাজ করেন। এ ঘটনায় বড়ভাই ইসমাইল ইসলামকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গার থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ইসরাফিল ব্লাকমেইল করে বড় ভাইয়ের স্ত্রীর ছবি-টবি নিছে। এ নিয়ে শাসন করতে গিয়ে ইসমাইল হাত কেটে নিয়েছে ইসরাফিলের।
আরওপড়ুন<<>>তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, অতপর...
সেজ ভাই ইব্রাহীম ইসলাম সাংবাদিকদের বলেন, ইসরাফিল বুধবার (২৩ এপ্রিল) বেড়াতে আসে। আপন ভাবিকে ঘুমের ওষুধ খাইয়ে মোবাইলে খারাপ ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
নাটোর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সুব্রত সাংবাদিকদের বলেন, রোগীর দুই হাতের কব্জি বিচ্ছিন্ন ছিল। ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে বলে মনে হয়েছে। সকাল ৭টার দিকে রোগীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সেসময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, হাতিয়ান্দাহ থেকে কিভাবে খাজুরায় নিয়ে আসছে এখনও বিস্তারিত জানতে পারিনি। একটা বাড়িতে নিয়ে আসছিল, বাড়িতে কেউ নাই, সেটা তাদের কোনো আত্মীয়ের বাড়ি কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনও মামলা হয়নি। অভিযোগ এলে মামলা হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, এ ঘটনায় আমরা একজনকে রাজশাহী থেকে গ্রেফতার করেছি। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটাও বিস্তারিত জানার চেষ্টা করছি আমরা। নলডাঙ্গাতে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে হাত কাটার পরিকল্পনা করেছিল। পরকীয়ার ঘটনা, গোপনে ভিডিও ধারণ বা ব্লাকমেইলিং- সব মিলে পারিবারিক বিরোধের কারণে এমন ঘটনা ঘটেছে বলে আমাদের প্রাথমিক ধারণা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।