
প্রতীকী ছবি
বরিশালের বাকেরগঞ্জে ঋণের টাকা পরিশোধে মাঠকর্মীর চাপে সুমন ফকির (৩০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৬ এপ্রিল) উপজেলার ফরিদপুর ইউনিয়নের মধ্য ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের মৃত আবদুল রশিদ ফকিরের ছেলে।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সুমন ব্র্যাক এনজিও থেকে আড়াই লাখ টাকা ঋণ নিয়েছিলেন। শনিবার ব্র্যাকের মাঠকর্মী খালেদা বেগম লোকজন নিয়ে সুমনের বাড়ি যান। তাদের দেখামাত্র ঘরের দরজা বন্ধ করে দেন সুমন। এ সময় খালেদা ও তার সঙ্গে থাকা লোকজন সুমনকে ঘর থেকে বের হয়ে টাকা পরিশোধের বিষয়ে কথা বলার জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু কোনোভাবেই সে ঘরের দরজা না খোলায় একপর্যায়ে ব্রাকের লোকজন সেখান থেকে চলে যান।
তিনি আরও জানান, এরপর সন্ধ্যায় পরিবারের সদস্যরা দরজা খোলার জন্য সুমনকে ডাকাডাকি করেন। কিন্তু তার কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ঘরের ভেতর দেখতে পান খুঁটির সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় রয়েছে সুমন। এরপর দরজা ভেঙে ঘরের ভেতর গিয়ে ওই যুবকের মরদেহ দেখতে পান। গভীর রাতে বিষয়টি জানার পর পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়।
আরওপড়ুন<<>>সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
রোববার (২৭ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে বিকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।
ব্র্যাকের মাঠকর্মী খালেদা বেগম বলেন, ঋণ নেয়ার পর থেকেই কিস্তি নিয়ে টালবাহানা শুরু করেন সুমন। তাকে বারবার বলার পরেও সে কিস্তি দিচ্ছিল না। সবেশেষ শনিবার বিকেলে ঋণের টাকা আনতে গেলে তার ঘরের দরজায় তালাবদ্ধ দেখি। পার্শ্ববর্তী বাড়িতে সুমনের বিষয়ে খোঁজ নেয়া হয়। তারা জানান সুমন বাড়িতে ছিলেন। এরপর কিছুক্ষণ সুমনের জন্য অপেক্ষা করে সেখান থেকে চলে যাই। গভীর রাতে জানতে পারি, সুমন আত্মহত্যা করেছে। সেখানে কীভাবে আমি তার ওপর চাপ প্রয়োগ করলাম?
নিহতের চাচা মোতলেব ফকির বলেন, খালেদা মিথ্যাচার করছে। সুমনের ঘরের দরজায় কোনো তালা ছিল না। খালেদা লোকজন নিয়ে আসার সঙ্গে সঙ্গে সুমন দরজা বন্ধ করে ঘরে আশ্রয় নেয়। পরে তার মরদেহ বের করা হয়। তাদের চাপের কারণেই সুমন আত্মহত্যা করেছে বলে দাবি করেন তিনি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।