Apan Desh | আপন দেশ

শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৭, ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:৪০, ২৭ এপ্রিল ২০২৫

শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে জমি বিরোধের জেরে ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফজল হককে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বংশীনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজল হক ওই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে ও বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাতিজা পারভেজের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল ফজল হকের। রোববার সকালে পারভেজসহ অন্তত ২৫ জন ওই শ্রমিক দল নেতার জমির দখল নিতে যায়। এ সময় ফজল হক ও তার পরিবারের লোকজন বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা ফজল হক, তার ছেলে মনির হোসেন ও স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে রক্তাক্ত করে।

আরওপড়ুন<<>>মিথ্যা প্রচারণার প্রতিবাদে জিয়া মঞ্চ সভাপতির সংবাদ সম্মেলন

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, ফজল হকের আজকে ইউনিয়ন শ্রমিক দলের সভাপতির দায়িত্ব বুঝে নেয়ার কথা ছিল। ওই জমি নিয়ে ইতোপূর্বে কয়েকবার গ্রাম্যসালিশ হয়েছে। রোববার সকালে হঠাৎ তার ভাতিজা পারভেজ, আনোয়ার, জিন্নাহসহ ২৫-৩০ ব্যক্তি ফজল হকের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।

মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, ওই ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়