
ছবি: আপন দেশ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দলীয় প্রতীক নৌকার ভাস্কর্য ভেঙে ফেলে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়েছে ইউনিয়ন চেয়ারম্যান আবু ছাইদ শিকদার। তিনি প্রয়াত সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার ভাগ্নে। এ ঘটনায় জেলাজুড়ে আলোচনা ও সমালোচনা ঝড় বইছে।
আবু ছাইদ শিকদার উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান। দীর্ঘ প্রয় ৩০ বছর ধরে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
রোববার (২৭ এপ্রিল) সকালে পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে আবু ছাইদ শিকদারের বাড়ির সামনে পুকুর পাড়ে নির্মিত নৌকা ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি।
আরওপড়ুন<<>>শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যা
জানা গেছে, উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু ছাইদ শিকদার নিজ বাড়ির সামনে কয়েক বছর আগে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে একটি দৃষ্টিনন্দন স্থায়ী নৌকার ভাস্কর্য নির্মিত করেন। আজ সকালে আবু ছাইদ শিকদার লোকজন দিয়ে এ ভাস্কর্যটি ভেঙে ফেলেন।
পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, আবু সাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে এ ইউপির আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তার মামা প্রয়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাঁটিয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন আবু ছাইদ। চেয়ারম্যান হওয়ার পর তিনি ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের দুর্দিনে এসে আবু সাইদের এমন কাণ্ডে আমরা হতবাক হয়েছি। আমরা নৌকা ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আবু ছাইদ শিকদার শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যার দল করি তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছেন। আদর্শ্যচ্যুত হয়েছে, তাই পালিয়েছে। ওই দল আর আমি করবো না। তিনি ফিরে আসলেও আওয়ামী লীগ আর করবো না। তাই নৌকা ফলক ভেঙে ফেলেছি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।