
মিষ্টির বক্স থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জে বক্সের ভেতর কালো কাপড় দিয়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ এপ্রিল) দুপুরে জেলা শহরের গাইটাল ফার্মের মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, শহরের গাইটাল ফার্মের মোড় এলাকায় মিষ্টির বক্সের ভেতর কালো কাপড় দিয়ে মোড়ানো এক নবজাতক রাস্তার পাশে মৃত অবস্থায় পড়েছিল। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে পুলিশকে খবর দেয় তারা। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত তা জানা যায়নি।
আরওপড়ুন<<>>গোপালগঞ্জে নৌকার ভাস্কর্য ভেঙে দল ছাড়লেন আ.লীগ নেতা
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১টায় ফার্মের মোড় এলাকায় একটি ছেলে নবজাতকের মরদেহ মিষ্টির বক্সের ভেতর পড়ে আছে বলে খবর পাই।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পর কেউ বক্সে ভরে ফেলে চলে গেছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।