Apan Desh | আপন দেশ

বজ্রপাতে সারাদেশে ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:২২, ২৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:৫১, ২৮ এপ্রিল ২০২৫

বজ্রপাতে সারাদেশে ১০ জনের মৃত্যু

ফাইল ছবি

দেশের ৪ জেলায় বজ্রপাতে ১০ জন নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) কুমিল্লা, কিশোরগঞ্জ, নোয়াখালী ও সুনামগঞ্জ জেলায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে এসব মৃত্যু হয়। এছাড়া বজ্রপাতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

কুমিল্লায় পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জেলার বরুড়া ও মুরাদনগর উপজেলায় পৃথক দুইটি ঘটনায় তাদের মৃত্যু হয়। সংশ্লিষ্ট থানা পুলিশের ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০ টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর পূর্ব পাড়া কবরস্থানের পাশের মাঠে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

তারা হলেন, উপজেলার দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূইয়ার ছেলে জুয়েল ভূইয়া (৩৫) ও কোরবানপুর গ্রামের পশ্চিমপাড়া (কালীবাড়ি) এলাকার মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৬০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই সময় তারা মাঠে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয় জনপ্রতিনিধি শফিকুল ইসলাম (মেম্বার) বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঙ্গরা বাজার থানা পুলিশের ওসি মাহফুজুর রহমান বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এদিকে একই দিনে দুপুরের দিকে বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগুচ্ছ গ্রামে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, ওই এলাকার মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) ও একই এলাকার আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুজনই উপজেলার বড় হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। হালকা মেঘলা আবহাওয়ায় তারা মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। আকস্মিক বজ্রপাতে মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হঠাৎ এ মর্মান্তিক ঘটনায় দুই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কিশোরগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু ও দুইজন আহত হয়েছেন। সোমবার দুপুরে কটিয়াদী উপজেলায় এক কৃষক জমিতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন। নিহত কৃষক (৪৮) নাম জানা যায়নি। আহত হন আরও দুইজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাজিতপুর উপজেলার শান্তিপুর গ্রামের কামাল হোসেনের ছেলে রাজমিস্ত্রি আল-আমিন (২৬) ও পাকুন্দিয়া উপজেলার চরলক্ষী গ্রামের কৃষক সোহেল মিয়া (৪৫) বজ্রপাতে নিহত হন।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে কেউ মাঠে কাজ করছিলেন। আবার কেউ রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নোয়াখালীতে, সোনাইমুড়ী উপজেলার বজরা মহব্বতপুর গ্রামের মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে কৃষক আব্দুর রহমান (৫০) মারা গেছেন। একই সময় ও একই এলাকার আবু তাহের (৫৫) নামের আরও এক কৃষক আহত হন। সোনাইমুড়ী থানার ওসি জহিরুল আনোয়ার জানান, দুপুর ১টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত কৃষক আবু তাহেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সুনামগঞ্জে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর গ্রামের আক্কেল আলীর ছেলে মাছুম মিয়া (২০) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে কায়েস মিয়া (২১) বজ্রপাতে মারা যান।

দোয়ারাবাজার থানার ওসি দেবব্রত চক্রবর্তী বলেন, তারা নদীতে বালু উত্তোলনের কাজ করছিলেন। এ সময় বজ্রপাতের শিকার হন তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ছাড়া, বজ্রপাতে আহত হন একই গ্রামের রুবেল মিয়া (২২)।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়