Apan Desh | আপন দেশ

গৃহকর্তাকে কুপিয়ে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৮, ২৮ এপ্রিল ২০২৫

গৃহকর্তাকে কুপিয়ে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

ডাকাতের হামলায় আহত বৃদ্ধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গৃহকর্তাকে কুপিয়ে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।

এর আগে, রোববার (২৭ এপ্রিল) রাত সোয়া ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পেশকারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পেশকারহাট এলাকার আহছান উল্যাহ (৬২) এক সময় সৌদি প্রবাসী ছিলেন। বর্তমানে তার দুই সেখানে থাকে। আর আহসান উল্যাহ বাড়িতে থাকেন। রোববার রাত আনুমানিক সোয়া ২টার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বাড়ির প্রধান ফটকের তালা ভাঙে। একপর্যায়ে ভবনের একটি দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে পড়ে ডাকাত দল। এ সময় ডাকাতের উপস্থিতি টের পায় আহছান উল্যাহ।

আরওপড়ুন<<>>বজ্রপাতে সারাদেশে ১০ জনের মৃত্যু

তাৎক্ষণিক তিনি তার কক্ষ থেকে বের হয়ে দেখেন ৬-৭ জন ডাকাত দেশীয় ধারালো অস্ত্র হাতে ভেতরে অবস্থার করছে। তখন তাদের প্রতিহত করতে গেলে ডাকাতদের অস্ত্রের কোপে গুরুতর আহত হন ওই বৃদ্ধ। এ সময় পরিবারের অন্য সদস্যরা ডাকাত বলে চিৎকার দিলে গৃহকর্ত্রীর গলা থেকে একটি স্বণের চেইন ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা। পরে স্থানীয়রা আহত গৃহকর্তাতে উদ্ধার করে জেলা শহর মাইজদীর একটি হাসপাতালে ভর্তি করে।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আপন দেশ/এমএইচ  
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়