
ছবি: আপন দেশ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় র্যাব-৫ এর অভিযানে মাদক পরিবহনের সময় এক পুলিশ কর্মকর্তাসহ দুইজনকে আটক করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল পুঠিয়া থানার কাঠালপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সাদা প্রাইভেটকারসহ দুজনকে আটক করে। পরে গাড়ি তল্লাশি করে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. ফারুক উদ্দিন শাহ (৪৫) এবং মো. মেহেদী হাসান হিরো (২৫)। এদের মধ্যে মো. ফারুক উদ্দিন শাহ লালমনিরহাটের আদিতমারী থানায় এসআই হিসেবে কর্মরত।
আরওপড়ুন<<>>গৃহকর্তাকে কুপিয়ে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি
র্যাব সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। অভিযানে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
এসআই আটকের বিষয়টি নিশ্চিত নয় জানিয়ে আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, ফারুক দুই দিনের ছুটিতে রয়েছেন। আমি আটকের ব্যাপারে জানি না।
এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক পরিবহনের কথা স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছে। এ ঘটনায় পুঠিয়া থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।