
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মেরেছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার (২৮ এপ্রিল) সকালে কঠোর নিরাপত্তায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনিসুল হককে আদালতে আনা হয়। তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের এজলাসে হাজির করা হয়।
সিআইডি তদন্তকারী সংস্থা আনিসুল হকের সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আদেশের পর আনিসুল হককে আদালতের এজলাস থেকে বের করা হচ্ছিল। এ সময় শত শত মানুষ আদালত চত্বরে জড়ো হয়। আদালতের বাইরে অপেক্ষমাণ বিক্ষুব্ধ জনতা হঠাৎ আনিসুল হককে লক্ষ্য করে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারতে শুরু করে।
পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আনিসুল হককে তাৎক্ষণিকভাবে প্রিজন ভ্যানে তোলা হয়। পরে তাকে জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ জনতা স্লোগান দিচ্ছিল “দুর্নীতিবাজের বিচার চাই”, “খুনিদের শাস্তি চাই” ইত্যাদি। তারা আনিসুল হকের বিরুদ্ধে নানান অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।