Apan Desh | আপন দেশ

মেয়ের শ্লীলতাহানির বিচার না পেয়ে বাবার আত্মহত্যা!

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৪, ৩ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৯:৩০, ৩ ফেব্রুয়ারি ২০২৩

মেয়ের শ্লীলতাহানির বিচার না পেয়ে বাবার আত্মহত্যা!

ছবি: আপন দেশ ডটকম

‘আমার বোনের মানহানির বিচার না পাওয়ার কারণে আমার বাবা মানসিকভাবে ভেঙে পড়েন। গ্রামের মাতব্বর, চেয়ারম্যানের কাছে বিচারের জন্য ঘুরেও বিচার পায়নি। আমার বাবা রাগে ক্ষোভে আত্মহত্যা করেছেন। ভগবানের কাছে বিচার চাইতে গেছেন- হাউমাউ করে কেঁদে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন সুজন বর্মন।

তিনি পঞ্চগড়ে আত্মহননকারী গজেন চন্দ্র বর্মনের (৫০) ছেলে। মেয়ের মানহানির ১৫ দিন পেরিয়ে গেলেও বিচার না পেয়ে গজেন চন্দ্র বর্মন আত্মহত্যা করেন। ঘটনাটি পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের লাখেরাজ ঘুমটি এলাকার।

বুধবার ( ১ ফেব্রুয়ারি) রাতে বাড়ির পাশের একটি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

গজেনের ছেলে সুজন বর্মন জানান, তার কলেজ পড়ুয়া ছোট বোনকে গত ১৭ জানুয়ারি রাতে প্রতিবেশি শ্যামল চন্দ্র বর্মনের ছেলে পলাশ চন্দ্র বর্মন অসৎ উদ্দেশ্যে জোরপূর্বক বাড়ি থেকে টেনেহিচড়ে নিয়ে যাচ্ছিল। পরে পরিবারের লোকজন দেখে ফেলায় পলাশের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এতে মারাত্মকভাবে আহত হয় ওই কলেজ ছাত্রী। এক পর্যায়ে পালিয়ে যায় পলাশ। পরে ওই কলেজ ছাত্রীকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। বিষয়টি জানাজানি হলে মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বিচারের দায়িত্ব নেন। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো উদ্যোগ নেয়নি চেয়ারম্যান। পরে ২৪ জানুয়ারি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগও করা হয়। বিচারের দিন নির্ধারণ করা হয় ১ ফেব্রুয়ারি। ওই দিনও বিচারে না বসায় রাগে-ক্ষোভে গজেন আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেন সুজন।  

এ বিষয়ে মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বলেন, ‘আমি অভিযোগ পেয়ে উভয়পক্ষকে নোটিশ করেছি। গত ১ ফেব্রুয়ারি বসার কথা ছিল। কিন্তু অভিযোগকারীরাই আসেননি। না আসলে কিভাবে সুরাহা করব? আর আত্মহত্যার খবর পেয়ে আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। তবে কেন আত্মহত্যা করেছে তা জানিনা।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দিন বলেন, আমরা এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। ওই পরিবার যদি অভিযোগ করেন আমরা মামলা অন্তর্ভূক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

আপন দেশ ডটকম/ সবুজ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়