Apan Desh | আপন দেশ

বাগেরহাটে যুবককে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৩, ৬ মে ২০২৩

আপডেট: ১১:৩০, ৬ মে ২০২৩

বাগেরহাটে যুবককে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে এক মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় আব্দুল জব্বার শেখ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়ছে। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে রাজীব শেখ (২৩) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৫ মে) রাতে গোড়া নালুয়ার বাংলাদেশ সেবাশ্রম সংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা হয়। 

এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা হামলাকারী দেলোয়ার মুন্সীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ, এলাকাবাসি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি বড়বাক গুচ্ছগ্রাম এলাকার এক মাদ্রাসা ছাত্রীকে গোড়া নালুয়া গ্রামের ডাবলু মুন্সীর ছেলে দেলোয়ার মুন্সী (৩০) উত্যক্ত করেন। এ ঘটনা নিয়ে বড়বাক এলাকার আব্দুল হকের ছেলে আব্দুল জব্বার শেখ (২৫) ও তৈয়ব শেখের ছেলে রাজীব শেখ (২৩) প্রতিবাদ জানান। এর জের ধরে শুক্রবার রাত আটটার দিকে গোড়া নালুয়ার বাংলাদেশ সেবাশ্রম সংলগ্ন রাস্তার পাশে গেলে বাকবিতন্ডার এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর আঘাত করে। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিতলামরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর কিছুক্ষণ পরে কর্তব্যরত চিকিৎসক আব্দুর জব্বার শেখকে মৃত বলে ঘোষণা করেন ও রাজীব শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। 

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মো. মুক্তি বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আব্দুল জব্বার শেখ ও রাজীব শেখ নামে দুই যুবককে হাসপাতালে নিয়ে আসেন। এরমধ্যেআব্দুল জব্বার শেখ মারা যান ও রাজীব শেখকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, নারীঘটিত বিষয়ে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষুদ্ধ জনতা হত্যাকাণ্ডে জড়িতদের বাড়িতে অংগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আপন দেশ/প্রতিনিধি/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়