Apan Desh | আপন দেশ

ময়মনসিংহে যুদ্ধাপরাধের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৬, ৭ মে ২০২৩

আপডেট: ১৫:৩৭, ৭ মে ২০২৩

ময়মনসিংহে যুদ্ধাপরাধের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

গ্রেফতারকৃত  আলিম উদ্দিন। ছবি আপন দেশ

যুদ্ধাপরাধী মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলিম উদ্দিনকে ( ৮৫) গ্রেফতার করেছে গফরগাঁওয়ের পুলিশ। রোববার ( ৭ মে) দুপুরে গাজিপুরের কাওরাইত ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আলিম  উদ্দিন বেলাদিয়া গ্রামে তার নাতনীর বাড়িতে বাস করছিলেন।  

খবর পেয়ে গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুজ্জামান রাসেদের নেতৃত্বে তাকে গ্রেফতার অভিযান চালানো হয়। 

পুলিশ জানায়, ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলিম উদ্দিনের বিরুদ্ধে মামলা রুজু হয়। দীর্ঘ  তদন্ত ও সাক্ষী প্রমাণ সংগ্রহ শেষে ২০১৭ সালে ট্রাইব্যুনালের বিচারক আলিম উদ্দিনকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। 

 রায় ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। 

 আলিম উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার সাধুয়া গ্রামের মরহুম আব্দুল গফুর খানের ছেলে। মুক্তিযুদ্ধের সময় তার নিজ এলাকা সাধুয়াসহ পাগলা ও গফরগাঁও থানার বিভিন্ন এলাকায় হত‍্যা, ধর্ষণ, লুটপাট ও মুক্তিকামী মানুষের বাড়িতে অগ্নিসংযোগসহ নানা গুরুত্বর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি রাসদুজ্জামান জানান, গ্রেফতারকৃত আলিমকে আজ রোববার আদালতের মাধ‍্যমে  ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়